Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৯নং কাশিমপুর ইউনিয়ন

৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ

মুক্তাগাছা, ময়মনসিংহ।

এক নজরে

ঐত্যিবাহী ৯ নং কাশিমপুর ইউনিইয়ন কাল পরিক্রমায় আজ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে ওঠেছে।

ক) নাম – ৯নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ।

খ)

হেক্টর

বর্গ মাইল

৭৪৮৯

 

গ) লোকসংখ্যা – ৩৪,৬৮৬।প্রতি বর্গ কিলোমিটারে ১১৩১ জন প্রায় ।(২০০১সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ৩১টি।

ঙ) মৌজার সংখ্যা – ৩১টি।

চ) হাট/বাজার সংখ্যা -৫টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – বাস, সিএনজি, রিক্সা।

জ) শিক্ষার হার – ৩৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮টি,   

    উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,

   দাখিল মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মো: মোয়াজ্জেম হোসেন তালুকদার

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-  নাই

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল –  

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০৩/০৮/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ০৪/০৮/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৮/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

বাদে শৈলচাপড়া          বামিলা                     বনবাংলা                            বন্দপলাশিয়া             

বেরম্নলিয়া                 চৌগুরিয়া                             দিগুটিয়া                        গোবিন্দবাড়ী

গোবিন্দপুর                 গোলয়া তাজপর          গোপিনাথপুর               হরিপুর

ঝন্কা                      যোগিবাড়ী                  কাশিমপুর                  কাশিপুর

কাতকাই                             লাহরপুর                            মহিষতারা                 মোহনপুর

পাইকড়া                             পালগাও                              পঞ্চনন্দবাড়ী               রঘুনাথপুর

রাজাবাড়ী                  রামনাথপুর                সাহাপুর                    শৈলচাপড়া

শিবরামপুর                সোনারগাও                 সুহিলা

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

                        ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

                       ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।