Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগোলিক অবস্থান

পরিচিতি

কাশিমপুর ইউনিয়ন ময়মনসিংহ  জেলার মুক্তাগাছা উপজেলার ১০টি ইউনিযনের মধ্যে  একটি। ঐত্যিবাহী ৯ নং কাশিমপুর ইউনিইয়ন কাল পরিক্রমায় আজ শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় সমুজ্জ্বল হয়ে ওঠেছে।

অবস্থান, আয়তন, লোকসংখ্যা:

কাশিমপুর ইউনিয়ন মুক্তাগাছা উপজেলা থেকে ১৯ কিলোমিটার । মোট আয়তন .৩০ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা: ৩৪৬৮৬ জণ ( ২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)।

সীমানা:

 উত্তরে ৭ নং ঘোগা  মানকোন ইউনিয়ন। পূর্বে ১০ নং খেউরাজানী ইউনিয়ন । দক্ষিনে ৮ নং দাওগাও এবং ২ নং পুটিজানা ইউনিযন। পুশ্চিমে বানার নদী ও ৭ নং ঘোগা ই্উনিয়নের কিছু অংশ।